রহিম রেজা, ঝালকাঠি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকুলীয় জেলা ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালি নদীর লঞ্চঘাট এলাকার ক্ষতিগ্রস্ত মাটির বেরিবাধ পরিদর্শন করেছেন ঝালকাঠির পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী একেএম নিলয় পাশা। এ সময়
ঝালকাঠি পানি উন্নয়ন বোডের উপ-সহকারী প্রকৌশলী শাহরিয়ার তানভীর উপস্থিত ছিলেন। ঝালকাঠির পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী একেএম নিলয় পাশা জানান,
সিডর থেকে বিষখালী
নদীর প্রায় ৪ কিলোমিটার বাধ ক্ষতিগ্রস্তসহ রাজাপুর ও কাঠালিয়ায় বিভিন্ন অংশের ভাঙন চলে আসছে। বাদুরতলা, মানকি, কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও তা পানির স্রোতে সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং বাকি স্থানে অনুন্নয়ন রাজস্ব খাতের বরাদ্দ সাপেক্ষে কাজ করা হবে। কাঠালিয়া লঞ্চঘাট এলাকার ক্ষতিগ্রস্থ বাধ পুনরায় নির্মানে স্থানীলোকজন জমি দিতে অনীহা প্রকাশ করায় বিলম্ব হচ্ছে। এ কারনে বৃষ্টি বন্যা ও পানি বৃদ্ধিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়টার সমাধানের জন্য ইউএনওর কাছে লিখিত ভাবে সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করি বিষয়টা সুরাহা হলে বাধ নির্মান করা সম্ভব হবে।
গোলাম মোস্তফা সিকদার, জেলা প্রতিনিধি ঝালকাঠী ।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত