মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
নারীদের জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা পৌরসভার আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ ও অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন," এইচপিভি কি?
কিভাবে এটি নারীদের জরায়ুমুখে
ক্যান্সার সৃষ্টি করে এ বিষয়ে আমাদের জানতে হবে। কিশোরী বয়সে মাত্র একটি টিকা নিয়ে সারাজীবনের জন্য সুরক্ষিত থাকা সম্ভব। যারা টিকা পাবে তারা অন্যদেরও এই টিকার সুফল সম্পর্কে জানাবে। কোনভাবেই কেউ যেন এই টিকা কার্যক্রম থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।" অনুষ্ঠানে উপস্থিত গাইবান্ধার সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা নারীদের জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে বলেন," প্রতি বছর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশের অসংখ্য নারী মারা যায়। এইচপিভি জীবানু শরীরে প্রবেশের পর এর লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে ১০ থেকে ১৫ বছর। শেষ সময়ে গিয়ে আক্রান্ত রোগীদের অধিকাংশ শনাক্ত হয়। তখন আর সেরে উঠার সময় থাকে না। তবে টিকা দিলে সেই শঙ্কা আর থাকবে না।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস, এসআইএমও ডাঃ জাকারিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট আব্দুল হালিম, প্রশাসনিক কর্মকর্তা অমিতাভ চক্রবর্তী, টিকাদানকারী সুপারভাইজার রায়হান মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্যে এইচপিভি টিকার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার। ১৮দিন ব্যাপী এ কর্মসূচির প্রথম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি এবং বাকি ৮দিন কমিউনিটি পর্যায়ে বিভিন্ন পাড়া মহল্লায় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হবে।
পলাশবাড়ী পৌর প্রতিনিধি জানায়
সকালে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের জরায়ু-মুখ ও ক্যান্সার প্রতিরোধে এ ক্যাম্পেইন এর আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসময় জরায়ু-মুখ ও ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ক্যাম্পেইনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যসেবা গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক-নির্দেশনা মুলক প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত