বিশেষ প্রতিনিধি
মোঃ বাবুল সানা
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে জামিন ও রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হয়েছে। উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন না মজ্ঞুর ও তিনদিনের রিমান্ড মজ্ঞুর করেন। গত ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে তাকে পুটুয়াখালীর মহিপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে র্যাব -৬ ও র্যাব -৮ যৌথ অভিযানে গ্রেপ্তার করেন। ১৭ অক্টোবর বৃহস্পতিবার তাকে খুলনার পাইকগাছা থানায় সোপর্দ করা হয়। পরে তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ২০২২ সালের একটি মারামারি বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার সকালে সরকার পক্ষ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। জামিন শুনানিতে আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড,শেখ তৈয়েব হোসেন নুর ও বিপক্ষে ছিলেন বিএম ইকরামুল হক। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন নামজ্ঞুর ও তিন দিনের রিমান্ড মজ্ঞুর করে থানা হেফাজাতে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন । এদিকে রশীদুজ্জামানকে আদালতে নেয়ার সময় তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের বের হয়। উপজেলা বিএনপি সিনিয়র নেতা এসএম এনামুল হক আসলাম পারভেজের নেতৃত্বে মিছিলে অংশ নেয় বিএনপি, অংগ সংগঠন ও সাধারণ জনগণ। এসময় সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রশীদুজ্জামানকে কঠোর নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে যায়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত