মোঃমিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা জেলার ঘাঘট লেকের অবৈধ দখল মুক্তকরণ ও গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসাব্যবস্থা উন্নতকরার দাবীতে নাগরিকমঞ্চ গাইবান্ধা ও জনউদ্যোগের আয়োজনে অদ্য সকাল ১১ টায় নাট্যসংস্থার সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ্যাড:সিরাজুল ইসলাম বাবু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান র্যাফেল,অধ্যাপক সাখাওয়াত হোসেন,জাহাঙ্গীর কবীর তনু,প্রবীর চক্রবর্তী, অঞ্জলি রাণী দেবী,সাজেদা পারভীন রুনু,সেলিনা আক্তার সোমা,মনির হোসেন সুইট,রবিউল ইসলাম রানু,খিলন রবি দাস,কাজী আব্দুল খালেক,প্রমুখ।
সঞ্চালনায় এ্যাড:ফারুক কবীর।
বক্তাগণ অবিলম্বে সদর হাসপাতালের সকল অব্যবস্থাপনা,অনিয়ম, সাধারণ জনগণ কে হয়রানি বন্ধ করাসহ সুচিকিৎসা সেবা নিশ্চিত করাও পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ, আইসিইউ ব্যবস্থাপনা চালু করা ও সকল সংকট নিরসনের দাবী জানান।গাইবান্ধা ঘাঘট লেকের অবৈধ দখলদার উচ্ছেদ করে সুপরিকল্পিত লেকে পরিণত করার দাবী জানান বক্তারা ।এছাড়াও গাইবান্ধা শহরের অলি গলিতে ময়লা আবর্জনা ও বর্জ্য নিয়মিত অপসারণ করার জোর দাবী জানান।গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবী করেন।গাইবান্ধার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত