হারুন অর রশিদ সুন্দরগঞ্জ গাইবান্ধা উপজেলা প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পরিবর্তে গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে প্রায় চার শতাধিক গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্ত্বরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এর আগে, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক আশেক আলী বিএসসি, এম এ গাফফার মোল্লা, মুসা কালিমুল্লাহ, মতিয়ার পারভেজ, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান লিপু, যুগ্ম-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, যুগ্ম-আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, যুগ্ম-আহ্বায়ক ইদ্রিস আলী, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন।
পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু, যুগ্ম-আহ্বায়ক জিন্নাহ আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব আবু সোলাইমান লিচু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোনারুল ইসলাম মোনা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আজম, সদস্য সচিব মতিয়ার রহমান, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক রাশেদুল হক খন্দকার রতন, সদস্য সচিব ফিরোজ কবির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম প্রমূখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস, ব্লাড প্রেসার পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়সহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে চার শতাধিক মানুষকে এ সেবা দেয়া হয়। এসময় ফ্রি চিকিৎস্যা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত