মোঃমিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তালুক ফল গাছা গ্রামের জনৈক মোঃসামিউল ইসলাম এর পুত্র জনি মিয়ার দুটি কিডনি বিকিলঙ্গ হইয়া পড়ায় মানবতর জীবন কাটাচ্ছে জনির সরজমিনে জানা যায় জনি একজন গরিব ঘরের সন্তান সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগলেও সুচিকিৎসার ফলে কিডনি দুটি বিকলঙ্গ হয়ে পড়ে ফলে তার জীবন বিপন্ন হইয়া পড়িয়াছে স্থানীয় সূত্রে জানা যায় জনি ও সুচিকিৎসা করতে গেলে প্রায় ২০ লক্ষ টাকার মতন ব্যয় হবে বলে এলাকাবাসীরা জানান। বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় জনির চিকিৎসার জন্য বিভিন্ন কলেজ স্কুলে সাহায্যের জন্য বক্স রেখেছেন ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণ দুই টাকা পাঁচ টাকা করে উক্ত বক্সে দান করতেছেন কিন্তু তাতে পর্যাপ্ত টাকা না হওয়ায় সু চিকিৎসা করা অসম্ভব হইয়াছে এমতাবস্থায় এলাকাবাসীসহ তার পরিবার-পরিজন দেশের বিত্তবানদের নিকট হইতে সাহায্যের জন্য নিবেদন করতেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মেোবাই নং০১৮৭৬৪১৮৭৫৫ বিকাশ /নগদ /রকেট উক্ত নম্বরে প্রয়োজন সাপেক্ষে যোগাযোগ করে সাহায্য পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত