হাজ্বীঃআসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাস ও কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে গত ২৭ অক্টোবর রাত অনুমান ০১.০০ ঘটিকায় ১। মোঃ উমর ফারুক সাবাস (৩৮)(সাবেক কাউন্সিলর)পিতা হাজী সিরাজ আলী, মাতা মোছাম্মৎ সাহিদা খাতুন সাং দিগার কান্দা নামাপাড়া থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ ২। আবু বক্কর সিদ্দিক সাগর(৩৬) (সাবেক কাউন্সিলর) পিতা মৃত ইমান আলী ফকির, মাতা মোসাম্মৎ আমেনা বেগম সাং চর কালীবাড়ি থানা কোতোয়ালী,জেলা ময়মনসিংহ ৩।মনির সিকদার(৩৯)-পিতা মৃত ফরহাদ শিকদার, মাতা ঝর্ণা বেগম সাং ০৮ওয়াড ছোট বাজার নিউমার্কেট, বর্তমান সাং বাঘমারা,থানা কোতোয়ালী,জেলা ময়মনসিংহ দের আটক করেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর ৫তালা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র পিস্তল রক্ষিত আছে। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মহোদয়ের নেতৃত্তে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ধৃত আসামীসহ গত ২৭অক্টোবর তাং ১৫.৩০ ঘটিকায় মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে রক্ষিত তার নিজ হাতে বাহির করে দেওয়ামতে ০১ টি বিদেশী পিস্তল, ০২টি বুলেট ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত