হাজ্বীঃআসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার এলাকায় অভিযান পরিচালনা করে ৮২গ্রাম হিরোইন সহ একজন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
আজ ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় র্যাব-১৪,এর একটি আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ টাঙ্গাইল বাসস্ট্যান্ডের সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একজন মহিলাকে সন্দেহ হলে আটক করে মহিলা র্যাব সদস্য দ্বারা তল্লাশি করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার ওরফে নাসিমা (৫৫), স্বামী-মৃত হানিফ শেখ, সাং-কুশাবেনু, থানা-কালিহাতী, জেলা-টাঙ্গাইলকে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী রোজিনাকে এক পর্যায়ে তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইনের কথা স্বীকার করে এবং তার ডান হাতে থাকা ছোট পার্স ব্যাগের ভিতর থেকে নিজ হাতে বের করে দেয়।
অতপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ৮২ গ্রাম হেরোইন জব্দতালিকা মূলে জব্দ করা হয়। জব্দকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ৮ লাখ ২০ বিশ হাজার টাকা।
উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী অপরাপর মাদক ব্যবসায়ীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করতঃ আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত