হাফিজুর রহমান,
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার আমতলী উপজেলায় গরুর বাজারে চলছে অন্যায় ভাবে চাঁদের গ্রহণ। সরকারি নিয়মের তোয়াক্কা না করে বিক্রেতার কাছ থেকে চাদা নেয়ার অভিযোগ উঠে। প্রতি বুধবার এই বাজার বসে। বাজারের দিন গড়ে ৫০০ শতাধিক গরু বিক্রি হয় এই বাজারে। স্থানীয় একাধিক গরু বিক্রেতারা অভিযোগ করেছেন মেমোর বাহিরে বলদ গরু প্রতি ২০০ টাকা এবং গাভী গরু প্রতি ৩০০ টাকা করে চাদা নেওয়া হয়।চাঁদার টাকা কেন নেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তাদেরকে বলা হয় মসজিদ উন্নয়নের জন্য এবং গরুর মাঠ পরিষ্কার করার জন্য এই টাকা নেওয়া হয়। মেমো বই চেক করে দেখা যায় বিভিন্ন এমাউন্টের মেমো। কোনটা ১০০০,১২০০,১৫০০ ২০০০ টাকা এরকম হারে নিচ্ছে। যে সমস্ত পাইকার একাধিক গরু কিনে তাদের ক্ষেত্রে গরু-প্রতি ৬০০ টাকা বা ৭০০ টাকা হারে নেওয়া হয়।
বেল্লাল নামের বিক্রেতা বলেন, একটা বাছুরসহ গাই গরু বিক্রি করেছি আমার কাছ থেকে রশিদ না নিয়ে ৩০০ টাকা চাদা নিয়েছে।
বরগুনার পুরাকাটা থেকে আসা মনির নামের একজন বিক্রেতা বলেন,এখানে গরু বিক্রি করতে আসলে গরু প্রতি ২০০ থেকে ৩০০ টাকা করে অতিরিক্ত চাঁদা দিতে হয়।
বাজার ইজারাদার মোতাহার মৃধা।তিনি দলীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি আমতলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। সাবেক ইউপি চেয়ারম্যান। সাথে কথা বললে তিনি বলেন,ভ্যাট এবং কর দিতে হয় তিনি দক্ষিণ বঙ্গ জেলা প্রতিনিধিকে বলেন আপনি রিপোর্ট করে দেন যারা ইজাড়া দিয়েছে এটা তারা বুঝবে।
এ বিষয়ে পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুন বলেন,রিসিভের বাহিরে অতিরিক্ত কোন চাঁদা নেওয়ার কোন অপশন নেই।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, এমন কোন অভিযোগ আগে পাইনি,মেমোর অতিরিক্ত ২০০ বা ৩০০ টাকা নেওয়ার কোন অপশন নেই বিষয়টি আমরা অতি গুরুত্ব সহকারে দেখবো।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন,এরকম কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।
বাজারের গরু বিক্রেতাদের প্রত্যাশা তারা যাতে চাদা দেওয়ার থেকে পরিত্রাণ পেতে পারে এইজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত