বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শনিবার গভীর রাতে পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মালামাল উদ্ধার হয়েছে। একটি সেতুর টোলপ্লাজা এলাকায় হওয়া অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে মার্বেল, ফুচকা, মোবাইল ফোনের ডিসপ্লে । এ সময় পাচারকাজে ব্যবহৃত পিকআপ জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, সিলেটের কোতোয়ালী থানার মো. শাহ আলম (৪৩), সুনামগঞ্জের দুয়ারা বাজারের মো. কাশেম (৫০), একই এলাকার রতন মিয়া (২৯)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, আশুগঞ্জ থানার এস. আই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালনকালে রাত সাড়ে ১২টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছে অভিযান চালান। এ সময় একটি পিকআপ থেকে ৩৬ বস্তায় ১০৮০ কেজি জিরা, ১২ কার্টনে ৬০০ প্যাকেট ফুচকা, ১২৫ বস্তায় ১২ লাখ ৫০ হাজার পিস মার্বেল, ২৪ কার্টনে চার হাজার পিস মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত