আগাম শুভেচ্ছা রইল মো: হোসেন সুমন এরনিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (Cox’s Bazar Journalists Welfare Foundation) সাংবাদিকদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন। এটি জেলার সাংবাদিকদের কল্যাণ ও উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে, যেমন চিকিৎসা সহায়তা, প্রশিক্ষণ প্রদান, এবং সামাজিক কল্যাণমূলক কাজ। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মর্যাদা রক্ষায় এই সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করে।
মো: হোসেন সুমন সাংবাদিকতায়
এগিয়ে যাবে কলম লেখনীতে,
সত্য আর ন্যায়ের পথে।
লড়বে অন্যায়ের বিরুদ্ধে,
তবুও থামবে না সত্যের খোঁজে।
শব্দেরা হবে প্রতিবাদ,
কলম হবে শক্তি আর সাহস।
এগিয়ে যাবে, অন্ধকার ভেদ করে,
আলোর পথে, আশার বার্তায়।
সত্যের সংগ্রামে থাকুক দৃঢ়তা,
লেখনীতে বয়ে যাক পরিবর্তনের স্রোত।
এগিয়ে যাবে কলম লেখনীতে,
মানুষের মনের অন্ধকারে আলো জ্বালাতে।
শুভ জন্মদিন প্রিয় ভাই মো: হোসেন সুমন।