বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
আজ (১১ নভেম্বর) ছিল সাংবাদিক ও সার্ভেয়ার আমিন বাদল আহাম্মদ খান ও শিক্ষক জান্নাতুল ফেরদৌস বাবলির ২৪ তম বিবাহ বার্ষিকী। দিনটি আর দশটি দিনের মতো শুরু হলেও এ দিনটির গুরুত্ব অনেক বেশি। আজ থেকে ২৪ বছর আগে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই দম্পতি । হাসি আনন্দ আর খুনসুটিতে কেটে গেছে ২৪টি বছর। এক ছেলে ও এক মেয়ের এক সুখি পরিবার এই দম্পত্তি। বিবাহ বার্ষিকীকে বন্ধু-শোভাকাঙ্খীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন সাংবাদিক ও সার্ভেয়ার আমিন বাদল আহাম্মদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি পোষ্ট করে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন নেটিজেনরা।
মঙ্গলবার সকালে বাদল আহাম্মদ খান তার নিজ ফেসবুক পেইজে দুজনের ছবি পোষ্ট করে বিবাহ বার্ষিকীর দোয়া কামনা করেন সকলের। তিনি লিখেন ‘আজ আমাদের ২৪ তম বিবাহ বার্ষিকী। আজকের এই দিনে আমাদের চার হাত এক হয়েছিল। আমাদের জন্য মন থেকে খাস করে দোয়া করবেন। ছবি দেখা মাত্র লাইক, কমেন্টস দিয়ে ফায়ার করে দিবেন। সকলের প্রতি শুভকামনা ও ভালবাসা সবসময়।’ মুহুর্তের মধ্যে নেটিজেনরা তার পোষ্টে নানা ধরনের কমেন্টস করে বিবাহ বার্ষিকীতে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এসব কমেন্ট্স-ও ছিল চমকপ্রদ। কেউ কেউ আবার মিষ্টি খাওয়ানোর কথা বলেন।
সৈয়দা রেনুয়ারা কলি লিখেন ‘দূুই হাত সারাজীবন এক হাত হয়ে থাকুক।’ রফিকুল ইসলাম সবুজ নামে আরেকজন লিখেছেন ‘বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনাদের ভালবাসার বন্ধন অটুট থাকুক চিরকাল।’
আবু মুছা ভুইয়ার কমেন্টসটি ছিল ভিন্ন রকম। তিনি লিখেন ‘দিলাম দোয়া কইরা নতুন স্বাধীনতার নতুন ফসল ঘরে আসুক’ হা হা হা।
সাংবাদিক হান্নান খাদেম লিখেছেন ‘রব নে বানায়া জুড়ি। হাসি আনন্দে কেউ কাকে নাহি ছাড়ে সমানে সমান। এই হাত যেন ফেভিকলের আঠায় জুড়ে থাকে অনন্তকাল। শুভ বিবাহ বার্ষীকি। সন্ধ্যায় পার্টি দেওয়ার এক দফা দাবী রইল।’
আকিলা বিনতে শহীদ লিখেন ‘ দোয়া করি এই দুই হাত এক হাত হয়ে থাকুক। শুভেচ্ছা রইল।
তাহমিনা আক্তার মজা করে লিখেন ‘ আমি তো দেখতেছি দুজনের চার হাত। আপনি বলতেছেন দু’হাত। ভালোবাসা অবিরাম।
তাদের জীবন দীর্ঘ দাম্পত্য কামনা করে এড. আমজাদ হোসেন লিখেন ‘দোয়া করি সেঞ্চুরি পূর্ণ হোক,
ইউসুফ আলী লিখেন ‘মামু বিরিয়ানি খাওয়াবা না মিষ্টি খাওয়াবা। ইত্যাদি।
জানতে চাইলে বাদল আহাম্মদ খান বলেন, আল্লাহর রহমতে একজন মনের মতো সহধর্মিনী পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। ছেলে মেয়ে নিয়ে খুব সুখে আছি। এভাবেই যেন আগামী দিনগুলো হাসি আনন্দে কাটাতে পারি।