নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া থানার এলাকার স্বৈরাচারী
আওয়ামী লীগ নেতার ক্ষমতার জোরে
৯ম শ্রেণীর পাস ছাত্র সাইমন কে ইসলামী ফাউন্ডেশনে উপসচিব পদে নিয়োগ
দিয়েছেন তাঁর মামা। ক্ষমতার জোরে
ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন কেন্দ্রে গিয়ে
চাঁদ আদায় করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
জানা যায়, বিভিন্ন ফিল্ডে গিয়ে প্রত্যেক
সপ্তাহ বিভিন্ন অজুহাতে চাঁদা নেয় বলে বিভিন্ন জনের কাছ থেকে অভিযোগ পাওয়া উঠেছে।
ইসলামী ফাউন্ডেশনের চাকরি জীবির কাছ থেকে ৯ম শ্রেণীর ছাত্র সাইমন কে
কেউ চাঁদ না দেওয়ার কথা বলিলে
সেই ফিল্ড কর্মীকে বিভিন্ন ভাবে
চাকরি থেকে বহিষ্কার সহ
দাপ্তরিক লিখিত অভিযোগ পাঠানো
হবে বলেও হুমকি প্রদর্শন করে আসিতেছে
এবং ইসলামী ফাউন্ডেশনের
যাকাতের টাকা আত্মসাসহ চুরি করে বই
বিক্রি করেছেন বলেও অভিযোগ উঠেছে।
উপ-সচিব সাইমন একজন স্বৈরাচারী
আওয়ামী লীগ নেতার ভাগিনা বলে
ইসলামী ফাউন্ডেশন দপ্তরে সুপরিচিত।
এই সাইমন বিভিন্ন অপকর্মের গ্রুপ
এর সাথে জড়িত। সাতকানিয়া
এলাকার সচেতন মহল এর দাবী
একজন ৯ম শ্রেণীর ছাত্র কি ভাবে
বাংলাদেশের সুনাম অর্জনকারী প্রতিষ্ঠান
ইসলামী ফাউন্ডেশনে উপ- সচিব
পদে পদায়ন থাকে। সাইমন ইসলামী ফাউন্ডেশনে ৪বছর ধরে চাকরি করে আসিতেছে
ক্ষমতাশীন আওয়ামী লীগ নেতার ক্ষমতার বলে।
সেই বিভিন্ন কর্মীকে হুমকি দিয়ে আসিতেছে
আমার মামা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা।
একটা কল দিলে তোমার চাকরি
শেষ। সাইমন এর সাথে আরও
জড়িত রয়েছে বিভিন্ন ঊর্ধাতন কর্মকর্তা।
মাসে ৪০/৫০হাজার
টাকা চাঁদা আদায় করে আসিতেছে এমন
অভিযোগ করেছেন সাতকানিয়া সচেতন মহল। ৯ম শ্রেনী পাশ করা সাইমন সনদ পত্র
ও সিল জালিয়াতি করে চাকরি পেয়েছেন
এমন অভিযোগও তুলে ধরেছেন তাঁর এলাকার সচেতন মহল।
সাইমন (২৪)এর পিতা একজন চনা মুড়ি
বিক্রেতা।সাইমন ইসলামী ফাউন্ডেশনের
হাল ধরে জিরো থেকে হিরো।
রাষ্ট্রের সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করা হোক। সাইমন এর মুঠো ফোনে বার বার
কল দেওয়া হলেও কল রিসিভ না করায়
তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত