গোলাম মোস্তফা সিকদার, ঝালকাঠী জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে খাটের নিচে রাখা ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কুলকাঠী ইউনিয়নের দক্ষিণ আখড়পাড়া গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যায়। মৃত শিশুরা হলো- ওই গ্রামের কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৩) এবং রানা হাওলাদারের ছেলে রমজান (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান, দুইজন খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ দেখতে পায়। একপর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পুলিশ রাতেই ওই শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত না করার আবেদন করেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত