বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৩২টি উপজেলার দল নিয়ে আয়োজিত পাওয়ার অব ইউনিটি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টে সোনারগাঁও উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বডিং মাঠে ফাইনাল ম্যাচে সিরাজগঞ্জ সদর উপজেলাকে পাঁচ উইকেটে হারিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চ্যাম্পিয়ন হয়। ৭ অক্টোবর টুর্ণামেন্ট শুরু হয়।
১৫ ওভারের ম্যাচে সোনারগাঁও উপজেলা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রথমে ব্যাট করতে নেমে ১৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সোনারগাঁও উপজেলা ১৬০ রানের উদ্দেশ্যে মাঠে নেমে ১৪.২ বলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পাওয়ার অব ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ তৈমুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়ারদের মাঝে তিনি ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। চ্যাম্পিয়ন দলকে চল্লিশ হাজার টাকা ও রানার্সআপ দলকে বিশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী আজ্জম, মাইনুল হোসেন চপল, নিয়ামুল হক, আঙ্গুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, সহ-সভাপতি রাশেদুল হক ও রাশেদ কবীর আখন্দ, সদর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল আহসান প্রমুখ। খেলায় আম্পায়ারিং করেন এ আর আশিক ও প্রসেনজিৎ দাস। খেলার ধারাভাষ্যকার ছিলেন সোহেল রানা।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত