বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
অতীত ঐতিহ্য ফিরিয়ে এতে শান্তিপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার ‘জননিরাপত্তা’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এ বৈঠকের আয়োজন করে।
স্থানীয় একটি হোটেলে আয়োজিত বৈঠকে জানানো হয়, শহরে নারী নিরাপত্তার অভাব রয়েছে। যথাযথ পুলিশি সহায়তা পাওয়া যায় না বলে থানায় অভিযোগ দিতে চান না। সাইবার ও অনলাইন প্রতারণা হচ্ছে নিয়মিত। অযথা রাজনৈতিক ট্যাগ লাগিয়ে হয়রানি থেকে বিরত থাকা উচিত। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব বিধায় এক্ষেত্রে কোনো বিষয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানানো হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। প্রধান আলোচক ছিলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. হাফিজুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন। এমএএফ এর সাধারন সম্পাদক এ বি এম মমিমুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, দীপক চৌধুরী বাপ্পী, শামীম আহমেদ, আবু কাউছার খান, রুমানুল ফেরদৌসি, শামীমা বাছির স্মৃতি প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, সাঈদ হাসান সানি, সমীর চক্রবর্তী, শাহাদাত হোসেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে একধরণের শঙ্কা বিরাজ করছে। মব জাষ্টিস, আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টাসহ বিভিন্ন বিষয়ে জনগনের অসন্তুষ্টি মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর কাছে দৃশ্যমান। এরই প্রেক্ষিতে জনভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এ সময় জেলার কিছু সমস্যা তুলে ধরে সুপারিশও করা হয়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত