বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুৎ হওয়া কন্টেইনার ট্রেন উদ্ধার করা হয়েছে। ফলে দুর্ঘটনার প্রায় আট ঘন্টা পর রাত পৌণে আটটার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বেলা সাড়ে ১১টার দিকে ছোটহরণ এলাকায় ঢাকা অভিমুখী কন্টেইনার ট্রেন লাইনচ্যুৎ হয়। দুর্ঘটনার কারণে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে যায়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন বলেন, 'ঢাকা অভিমুখী ৬০১ নং কন্টেইনার বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি ছোটহরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এ অবস্থায় শুধু ডাউন লাইনে উভয় পথের ট্রেন চলাচল করে। এতে ট্রেনগুলোর কিছুটা বিলম্ব ঘটে। উদ্ধার কাজ শেষে আপ লাইনেও ট্রেন চলছে।'
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত