বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে দুই নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, খুলনা সদর উপজেলার মো. দেলোয়ার হোসেনের মেয়ে স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুড়িমাখালী এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার (২২)।
শুক্রবার (২২ নভেম্
বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে দুই নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা
বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, খুলনা সদর উপজেলার মো. দেলোয়ার হোসেনের মেয়ে স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুড়িমাখালী এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার (২২)।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে তাদের বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়।
সকালে বিজিবি-২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজের পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, ফকিরমোড়া বিওপির টহল দল ওই দুই নারীকে আটক করেন। তারা ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার পাণ্ড দাশের ছেলে রাহুল দাসকে পাঁচ হাজার টাকা দিয়ে আব্দুল্লাহপুর গ্রামের সাজু মিয়ার ছেলে মো. সাইমুনের সহায়তায় অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আগরতলায় বিভিন্ন বাসাবাড়িতে কাজের জন্য ওই দুই নারী ভারতে যান বলে জানা যায়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত