বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক আখাউড়া
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৭৭,৪১,২০০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।
সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২১ নভেম্বর ২০২৪ তারিখ ২৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৭,৪১,২০০/- (সাতাত্তর লক্ষ একচল্লিশ হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় অলিভ ওয়েল ৩১১ পিস, বাঁজি ২৯৪২৩ পিস, বডি লোশন ২৫৮ পিস, ঘি ৪৫৯ পিস, চিনি ১০৯৮০ কেজি, বিয়ার ৮৮ বোতল, গাঁজা ২২ কেজি, মলম ৬২৬ পিস, চাউল ৪৮৬ কেজি, এনার্জি ড্রিংস ১৪৯০ পিস, মেসওয়াক ২১৫ পিস, বুরুজ ৬৪৯ বক্স, মশার কয়েল ২৬২০ পিস, মোটরসাইকেল ০২টি, অটোরিক্সা ০১টি, হুইস্কি ৯১ বোতল, ফেন্সিডিল ১০১ বোতল, ইস্কফ সিরাপ ১০৪ বোতল এবং বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলে ২৫০০০ পিস।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে।
তিনি আরও জানিয়েছেন, সীমান্তে চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান চলমান থাকবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত