ভোলা প্রতিনিধ
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ড্রেজার দিয়ে, জায়গা ভরাট করে, সেলিম ডাক্তার। ড্রেজার মালিক ফারুক ডালির কাছে চাঁদা দাবি করেন, একটি কুচক্র মহল। আজ ২৭.১১.২০২৪ ইং তারিখ সকাল ১০ টার সময় সেলিম ডাক্তার, ড্রেজের মালিক ফারুক ডালির কে ১ এক লক্ষ টাকা দেন। এরমধ্যে চাঁদাবাজ চক্রটি ঘটনাস্থলে ইউসুফ, মাইনুদ্দিন, এরশাদ, মোতালেব ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় জমিন মালিক সেলিম ডাক্তারের কাছে জায়গা ভরাট করতে হইলে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদাবাজরা। টাকা না দিলে জমিন ভরাট করতে দিবেন, না চক্রটি সাব জানিয়ে দেন। ড্রেজার মালিক ফারুক ডালির কাছে আরও কয়েকদিন আগে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন, ড্রেজার মালিক ভয়ে আতঙ্ক হয়ে তাৎক্ষণিক চক্রটিকে ৪ হাজার টাকা দেন।
আজকে আবার বাকি টাকার জন্য এসেছেন জমিন মালিক যে টাকা দিয়েছে সেই টাকাও নিয়েছেন। জমিন মালিক সেলিম ডাক্তার আরও বলেন, তারা পাঁচ ছয় জনে মিলে আমাদের উপর ব্যাপক হামলা চালায় তাদের দেওয়া আঘাতে আমার মাথা ফেটে যায়, আমার মাথা এখন খুবই খারাপ অবস্থা এবং আটটি সেলাই লেগেছে
তিনি আরও বলেন, আমার অপরাধ শুধু এগিয়ে আসলাম কেন। ড্রেজার মালিকের কাছে থেকে টাকা নিয়ে তার অতর্কিতভাবে হামলা করেন, আমি এগিয়ে আসলে, আমার উপরেও আমরা চালায়
সেলিম ও ফারুক বলেন, এই সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে আমাদের।
এই সন্ত্রাসীরা আমাদের দুজনের উপর অতর্কিতভাবে হামলা করে দুজনকে পিটিয়ে আহত করে। আহতরা ভোলা সদর হাসপাতাল ভর্তি ২৩ ও ২৪ নং বেটে চিকিৎসাধীন অবস্থায় ।
এ ব্যাপারে ভুক্তভোগী ও এলাকাবাসী এদের হাত থেকে বাঁচতে চান প্রশাসনের কাছে জোর দাবি করেছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত