বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক, আখাউড়া
*সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৬৭,১১,৭৫০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ।*
সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে বড়জ্বালা, খারেরা, শংকুচাইল, শশীদল ও সালদানদী বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে মাদলা, মঈনপুর ও আখাউড়া বিওপি কর্তৃক ২৫ নভেম্বর ২০২৪ তারিখ ২৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৭,১১,৭৫০/- (সাতষট্টি লক্ষ এগার হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় চিনি ৫৩৫৫ কেজি, কম্বল ০১ টি, সাবান ১৩ পিস, নেহা মেহেদী ১৭২০ পিস, বাঁজি ৩৯০ পিস. চাউল ১৭৮১ কেজি, অলিভ ওয়েল ৫৮২ পিস, রসুন ১২২ কেজি, পন্ডস পাউডার ১৫৩০ পিস, মাছ ৮০ কেজি, শাড়ি ৪০২ পিস, গরু ০৪ টি, হুইস্কি ৪৯ বোতল, বিয়ার ১০৩ বোতল ও গাঁজা ১৫ কেজি।
এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে। সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত