মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও ত্রিশাল উপজেলা প্রশাসনে যৌথভাবে অভিযান পরিচালনা করে ৫ টি ইটভাটায় মোট ১৬লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রিশাল উপজেলায় ৫৮টি ইট ভাটার মধ্যে ১৫টির অনুমোদনের কাগজপত্র আছে বলে জানা যায়।
কৃষি জমিতে ইট ভাটা তৈরীর আইনগত বিধি নিষেধ রয়েছে। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংরক্ষিত বনাঞ্চল, ঘনবসতিপূর্ণ লোকালয়ের ৩ কিলোমিটারের মধ্যে কোন ইট ভাটা নির্মাণ করার বিধান নাই, পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমোদন বা লাইসেন্স না নিয়ে ইট ভাটা চালু করার আইন মেনে চলার কেউ তোয়াক্কা করছে না। এরই ধারাবাহিকতায় চলছে থেমে থেমে অভিযান।
বুধবার (২৭ নভেম্বর )সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পযর্ন্ত উপজেলার ৫টি ইটভাটায় মোট ১৬লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ইটভাটা আংশিক ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হলে তা আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশাল উপজেলার ০৫ টি ইটভাটায় মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ভাটার অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়। অভিযান চলাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম বিশেষভাবে সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানা যায় যে, চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত