বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার পৌর শহরের খড়মপুর মধ্যপাড়া পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খাড়েরা এলাকার আল আমিন মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৯) এবং তার স্ত্রী আমেনা আক্তার (২২) বর্তমানে তারা খড়মপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খড়মপুর মধ্যপাড়া আঃ মাসুম এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত