বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ বোতলজাত ভোজ্য তেল খোলা বিক্রি প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন ক্রেতারা। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ক্যাব জেলা সাধারণ সম্পাদক এস. এম. শাহীন। এ সময় ক্যাব জেলা শাখার নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ‘আলু ও পেঁয়াজ ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে। নিয়ম ভঙ্গ করে বোতলজাত তেল খোলা আকারে বিক্রি হচ্ছে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত