বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
আমরা সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করবো। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক- ই- আযম বীরপ্রতীক ।
রোববার দুপুরে মুক্তিযুদ্ধের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসলে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।
এসময় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক ই আযম আরও বলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধা হিসেবে তালিকা ভুক্ত হয়েছে তারা জাতির সাথে প্রতারনা করেছে। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ার মুক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত