মো: রবিউল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নেছারাবাদ ও মালেকাবাদ কলোনীর জমি অবৈধ ভাবে ভূমি দখলের চেষ্টার প্রতিবাদে, দীর্ঘদিন থেকে বসবাসরত বসবাস
রত জমি স্থায়ী ভাবে বন্দবস্ত দেয়ার দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের নাসিরাবাদ চারমাথা মোড়ে আব্দুল করিমের সভাপতিত্বে এ মানববন্ধন চলাচলে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এম এ মতিন মোল্লা,কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক প্রধান, বোগদহ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান, নাসিরাবাদ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারী, গোবিন্দগঞ্জ উপজেলা বাসদের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, শামীম ইলেকট্রিকের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার কিছু ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দিন থেকে কলোনীর জমিতে বসবাসরত বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত করতে অবৈধ ভাবে ভূমি দখলের চেষ্টার পায়তারা চলাচ্ছে। তারা আরো দাবীও জানান , তাদের লীজকৃত ১৯৫২ সাল থেকে বসবাসরত জমি স্থায়ী ভাবে বন্দবস্ত দেওয়া হোক ।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত