ব্যুরো প্রধান খুলনা বাবুল সানা
খুলনায় সন্ত্রাসীদের গুলির পর কুপিয়ে জখম করা বিএনপি নেতা আমিন হোসেন মোল্লা ওরফে বোয়িং মোল্লা (৫৫) নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেছেন। তিনি খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও খুলনা মৎস্য বণিক সমিতির সভাপতি ছিলেন।
নিহতের ভাইয়ের ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল বলেন, সেদিন সন্ত্রাসীদের হামলায় তার অবস্থার অবনতি হলে খুলনা কলেজ মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।পরে নিহতের জানাজা নামাজ আসর বাদ স্থানীয় টুটপাড়া তালতলা হাসপাতাল বাইতুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে হওয়ার পর তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।পরিবারের পক্ষ থেকে নিহতের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের জোরালো দাবি জানানো হয়। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস বলেন,মৃত্যুর সংবাদ জেনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তার সুরতহাল রিপোর্ট চলছে। গত মঙ্গলবার রাতে তার ছোটভাই মোঃ আব্দুল্লাহ মোল্লা খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত