বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর এলাকার মেঘনা তীরবর্তী পরিত্যক্ত একটি ব্রিকস ফিল্ডের পাশে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়ের করে শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দুর্গাপুর গ্রামের মুছা মিয়া (৪৪), একই এলাকার মো. হুমায়ুন (৪৫) ও বাহাদুরপুরের মো. হাশেম মিয়া (৪২)। তাদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত পুরোনো রিভলবার, তিনটি বুলেট, দু’টি রামদা, তিনটি ছুরা, একটি চাপাতি উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত