বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেনভুক্ত ৪ জন আসামি গ্রেফতার হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার আখাউড়া থানা পুলিশ এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আখাউড়া থানার এস,আই ওয়াসিম বিল্লাহ, এ,এস,আই সাব্বির হোসেন, এ,এস,আই আনিসুর রহমান সহ পুলিশের একটি চৌকস টীম তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হল, আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের ইটনা গ্রামের আবুল কাশেম এর ছেলে সুমন মিয়া, আখাউড়া উপজেলার আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে জনি মিয়া, আখাউড়া পৌরসভার দেবগ্রামের আইয়ুব আলীর ছেলে রজব আলী, চাঁদপুর গ্রামের সালু মিয়ার ছেলে মোঃ রোকনউদ্দিন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হইয়াছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত