বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সোমবার সকালে নির্মাণাধীন সেতুর পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের একটি সেতু নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পাখিমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সেতুর পাইলিংয়ের কাজ করার সময় বৈদুতিক তারের সঙ্গে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল। এ সময় সহকর্মীরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে বেলা ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত