পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলা সদরের সালাফিয়া মাদ্রাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামে এক ব্যাক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তাকে নিয়ে অনন্তরাম বড়বাড়ীর নিজ বাড়িতে তল্লাশি অভিযান পরিচলনা করা হয়।
গ্রেফতার আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বড়বাড়ি এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে।
জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কিছুদিন গাঁ ঢাকা দিয়ে থাকলেও সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয়। পরে তিনি আবারো গাঁ ঢাকা দেন।
গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করলে তিনি পালাতে পারেনি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায় যৌথবাহিনী।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। ## ২৬-১২-২৪
এম এ হোসেন পাটোয়ারী
পীরগাছা, রংপুর।
মোবা-০১৮৯৩৪৭৭৩১১
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত