প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
৩৬৫টা দিন পেরিয়ে, আরো এক ৩৬৫ এ প্রবেশ – একটা বছর অনেক স্মৃতি, অনেক মুহুর্ত আর শিক্ষা দিয়ে যায়, আর নতুন বছর নিয়ে আসে একরাশ নতুনের সম্ভাবনা। পুরাতন আর নতুনের মাঝে এই আমরা থাকি বেশ, সুখ দুঃখ সবটা নিয়ে। এই সময়ের শহরটাই অন্য রকম, সোয়েটার, কেক, পিকনিক, চারিদিকে সুন্দর সব আলো, রঙ্গিন সাজ সজ্জা আর প্যলা জানুয়ারির জন্য অধীর অপেক্ষা। বড়দিনের প্রস্তুতি দিয়ে শুরু হয় আর উৎসব চলতে থাকে বেশ কিছু দিন।
৫…৪…৩…২…১… করে ঘড়ির কাটা যখন ঠিক ১২টা, উত্তেজনায় ছেয়ে যায় চারিদিক, বহু প্রতীক্ষিত নতুন বছর এসে উপস্থিত। শুভ নববর্ষ! কিন্তু সবাই কে সেই একরম শুভ নববর্ষ বলতে ইচ্ছে করছে না? খুজছো নতুন কিছু? বেশ তো! IGP নিয়ে এসেছে নববর্ষের মিষ্টি কিছু শুভেচ্ছাবার্তা তোমার পরিবার, বন্ধুবান্দব, আর বাকি সকল প্রিয় মানুষদের জন্য!
বাংলায় নববর্ষের শুভেচ্ছা/বার্তা