বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মনবাড়িয়ায় কসবা উপজেলার কুটি ইউপির রাণিয়ারা গ্রামের মো:মহসিনকে হত্যা মামলার আসামিদের গ্রেঠতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতর পরিবার ও গ্রামবাসী। আজ ২ জানুয়ারি বৃহম্পতিবার দুপুরে নিহতর পরিবার ও গ্রামবাসীর আয়োজনে রাণিয়ারা তুলাতলা বাজার চত্বরে সড়কের এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহসিন হত্যার আসামী ও পরিকল্পনাকারীদের গ্রেফতারসহ দ্রুত ফাঁসির কার্যকরের দাবি জানান। কোনোভাবে তারা যেন আইনের ফাঁকফোকড় দিয়ে প্রধান আসামী জামিন না পায় তারও দাবি জানান তারা।আব্দুল সাওারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা আয়েত আলী,স্ত্রী জুলেখা বেগম তাজুল ইসলাম,সোহরাব হোসেন,নুরুল ইসলাম,হাবিব মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর রাত সাড়ে আটটায় মহসিন বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরেনি। একটি মোবাইল বিক্রির চার হাজার টাকাকে কেন্দ্র করে একই গ্রামের রাসেল ও রিপনগংরা গলায় ওড়না পিচিয়ে মহসিনকে হত্যা করে। হত্যার ১১ দিনের মাথায় গ্রেফতারকৃত রাসেলের কথামতে গ্রামের মধ্য পাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে অর্ধগলিত মহসিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আয়েত আলীর বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা করে।
অপর আসামীদেরকে গ্রেফতারে কসবা থানা পুলিশ বিভিন্ন স্থানে তৎপরতা অব্যাহত রেখেছেন বলে কসবা থানা অফিসার ইনচার্জ মো:আব্দুল কাদের জানান।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত