বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেনের অপসারণ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওই শিক্ষককে আওয়ামী লীগের দোসর দাবি করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারের মুক্তমঞ্চের সামনে মানববন্ধন রচনা করেন শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন, ইকবাল জামান নিশাত, জুবায়েত খান, আসিফ নেওয়াজ প্রমুখ।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা অভিযোগ করেন, কাজী ইকবাল হোসেন আওয়ামী দোসর। এমপিওভুক্ত শিক্ষক হয়েও প্রকাশ্যে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী এজেন্টও ছিলেন। এছাড়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র কাজলের ঘনিষ্ঠজন ছিলেন। উপজেলা নির্বাচনের সময় তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগও করা হয়।
ছাত্ররা জানায়, ওই শিক্ষকের অপসারণ দাবি করে তারা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত থাকার কিছু প্রমাণ তুলে ধরা হয়েছে।
তবে শিক্ষক কাজী মো. ইকবাল হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন। নতুন রুটিনে একজনকে ক্লাশ দেওয়া না দেওয়ার কারণে এসব অভিযোগ করানো হচ্ছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত