বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। শুক্রবার ভোরে প্রচন্ড শীত আর ঘণ কুয়াশা উপেক্ষা করে চার শতাধিক দৌড়বিদ এতে অংশগ্রহন করেন
শারীরিক ও মানষিক সুস্থ্যতা বিকাশে এবং মাদক মুক্ত জীবন গড়ার প্রতিপাদ্য নিয়ে নারী-পুরুষ-শিশু এবং ২ জন বিদেশী নাগরিকসহ চার শতাধিক দৌড়বিদ এতে অংশ নেয়।
ভোরে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু করেন দৌড়বিদরা। শেষ হয় বিজয়নগর উপজেলার মনিপুর থেকে ইউটার্ন করে শহরের শিমরাইলকান্দি ব্রিজে আসে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্ম শুধুমাত্র ক্রিকেট, ফুটবল উন্মাদনার সাথে পরিচিত। তবে ম্যারাথন হচ্ছে সুস্থ থাকার, নিরাপদ থাকার একটি আন্দোলন। এবারের ম্যারাথন প্রতিযোগিতায় ২১ কিলোমিটারে ১১০ জন, ১০ কিলোমিটারে ২০০ জন ৫ কিলোমিটারে ৬৮জন এবং ২ কিলোমিটারে ২২ জন অংশ গ্রহন করেন।
শীতের সকালে এ ধরনের প্রতিযোগীতা উপভোগ করতে পেরে দৌড়বিদ ও দর্শকরা খুবই উচ্ছাসিত। পরে বিজয়ীদের ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত