হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় হিজলা গৌরবদী ইউনিয়নে দাখিল পরীক্ষার্থীকে নিয়ে অত্র মাদরাসার শিক্ষক উধাও। স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার একতা বাজার দাখিল মাদরাসার অস্থায়ী নিয়োগপ্রাপ্ত গনিত শিক্ষক হারুন গাজী গত বৃহস্পতিবার তার মাদরাসার দাখিল পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে নিয়ে উধাও হয়ে যায়। পরীর্ক্ষাথী সাদিয়া চরমেমানিয়া গ্রামের সুলতান মোল্লার মেয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানায় শিক্ষক হারুন গাজী একজন চরিত্রহীন লোক,তিনি এ পর্যন্ত চারটি বিবাহ করেছে । অনেক অভিভাবক এই লম্পট শিক্ষকের কারনে তাদের সন্তান মাদরাসায় দিতে চাচ্ছে না, এ ঘটনায় জড়িত মাদরাসার শিক্ষক হারুন গাজীর মুঠো ফোনে আলাপ করলে তিনি বলেন তার যত ইচ্ছে বিয়ে করবে তাতে কারো যায় আসে কিনা । একতা দাখিল মাদরাসার প্রধান শিক্ষক ক্বারী কামাল হোসেন জানায় বিষয়টি অনেকের কাছে শুনেছি,আমি তাৎক্ষণিক আমার মাদ্রাসার কমিটির কাছে বিষয়টি অবহিত করলে তারা আমাকে বলেন এই শিক্ষককে দ্রুত মাদ্রাসা থেকে বের করে দিতে বলেন, এ ঘটনায় শিক্ষার্থী সাদিয়ার বাবা সুলতান মোল্লার সাথে আলাপ করলে তিনি জানান শিক্ষক হারুন গাজী স্থানীয় প্রভাবশালী লোক।আমার অপ্রাপ্ত মেয়ে নিয়ে চলে গিয়েছে , এ বিচার আমি কার কাছে গিয়ে পাবো, তাদের বিরুদ্ধে কিছু করলে এলাকায় থাকতে পারবো না।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত