হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে লবলং খাল থেকে রমজান আলী (৫০) নামে এক মাছ শিকারির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ রোববার দুপুরের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের আধুরবান এলাকায় লবলং খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে
নিহত রমজান আলী (৫০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধুরগোলা মাইজবাগ গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তিনি ১২ বছর আগে পরিবার নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে রিক্সা চালানোর পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থেকে বেশ কিছুদিন ধরেই রিকশা চালানোর পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন রমজান আলী। রবিবার সকালে ওই খালের ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শ্রীপুরের মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত