মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নান্দনিক নানা আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ০৭ জানুয়ারি, ২০২৫ খ্রি. সকাল ১০:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
ড. এ.কে.এম আব্দুর রফিক, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
প্রতিযোগিতার শুরুতে ক্রীড়া সমাবেশের অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গেস্ট অব অনার ও সভাপতি । এসময় জাতীয় সংগীত পরিবেশনের সাথে- সাথে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও কলেজ পতাকা উত্তলন করা হয়। পরবর্তীতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিগণ উক্ত কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও মনোজ্ঞ নৃত্য উপভোগ করেন এবং প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত