বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
'আমার পাও অচল। পুলাদের লগে থাহি। গরীব মানুষ। বাড়িত তেমন শীতের কাপড় নাই। এই কম্বলডা নিয়া শান্তিতে গুমামু।
ক্র্যাচে ভর করে যাওয়ার সময় এভাবেই বলছিলেন বৃদ্ধ আবুল হাসেম। বিজিবির কাছ থেকে পাওয়া একটি কম্বল তার হাতে। কম্বল পেয়ে বিজিবির জন্য তিনি দোয়া করেন।
বুধবার বেলা একটার দিকে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বেশ কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা হয়।
বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী গ্রাম গোসাইস্থল ও চন্ডিদ্বারে ২০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কাজের উদ্বোধন করেন ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বর। এছাড়া সহকারি পরিচালক মতিউর রহমান, সুবেদার আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত