ছবি ও সংবাদগোলাম মোস্তফা সিকদার ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে নবগঠিত ১০৮ সদস্যের জাতীয় নাগরিক কমিটির ১৩ সদস্য পদত্যাগ করেছেন। কমিটিতে আওয়ামিলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের লোকজন থাকার অভিযোগ তুলে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে রাজাপুর সাংবাদিক ক্লাবে উপস্থিত হয়ে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। উপজেলা জাতীয় নাগরিক কমিটির ৫৩ নং সদস্য আনভির মাহিম লিখিত পদত্যাগপত্র পাঠ করে জানান, গতকাল বৃস্পতিবার ৯ জানুয়ারি জাতীয় নাগরিক কমিটি রাজাপুর উপজেলা শাখার ১০৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়েছে। উক্ত কমিটিতে জুলাই বিপ্লবের পতিত শক্তি আওয়ামিলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের উপস্থিতি বিদ্যমান এবং এই কমিটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত অনেকের নাম রাখা হয়েছে যে বিষয়ে আমরা কেহই অবগত ছিলাম না। তাছাড়াও অনেক সাধারণ মানুষের নাম অন্তর্ভক্ত করা হয়েছে যারা এই নাগরিক কমিটিতে থাকার বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ করে না। তাই জাতীয় নাগরিক কমিটির এই তালিকা দেখে জুলাই বিপ্লবর সক্রিয় কর্মী হিসেবে তারা অস্বস্তি বোধ করছে। এহন অবস্থায় তারা সকলে সম্মিলিত ভাবে ৯ জানুয়ারি প্রকাশিত জাতীয় নাগরিক কমিটি থেকে সেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করলাম। পদত্যাগকারীরা হল- মোঃ নাইম হোসেন (ক্রমিক নং-১৮), আল ইমরান (ক্রমিক নং-২০), তরিকুল ইসলাম মারুফ (ক্রমিক নং-২১) আল শাহরিয়ার নিবির (ক্রমিক নং-৩২), তানভির আহমেদ সাকিব (ক্রমিক নং-৩৬), আনভির মাহিম (ক্রমিক নং-৫৩), আশরাফুল হোসেন ইমন (ক্রমিক নং-৫৪), সাকিবুল ইসলাম (ক্রমিক নং-৫৫), জাহিদ হাসান রিফাত (ক্রমিক নং-৬২), নাকিব (ক্রমিক নং-৬৩), হৃদয় তালুকদার (ক্রমিক নং-৬৭), নওশীন আঞ্জুম রোহান (ক্রমিক নং-১০৭), মাইনুল ইসলাম (ক্রমিক নং-১০৮)। জানতে চাইলে এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির ঝালকাঠির রাজাপুর প্রতিনিধি তাইমুল হায়দার সজীব জানান,যার ইচ্ছে আসতে পারে,যার ইচ্ছে চলে যাবে। তাতে কোন সমস্যা নেই। ফ্যাসিস্ট বিরোধী, রাষ্ট্র ও দুর্নীতি, চাঁদাবাজ বিলোপ কমিটি এটা। এটার নিয়ম মেনে যে কেহ সদস্য হতে পারে, আবার যে কেহ চলে যেতে পারে এটা নিয়ে কোন সমস্যা নেই।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত