কামরুজ্জামান,নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ৫ আহত হয়েছে। গতকাল সন্ধ্যা রাতে ডিমলা ডালিয়া সড়কে খালিশা চাপানি ইউনিয়নের ছোট খাতা নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুটিবাড়ি হতে ডালিয়া মুখি একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলে পাঁচজন গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করেন।আহতরা হলেন নাওতারা ইউনিয়নের আকাশ কুড়িগ্রামের বদরুদ্দিনের ছেলে নাজমুল হক (২৫),গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী গ্রামের শহিদুল কাজীর ছেলে পলাশ কাজী (২১), খালিশা চাপানি ইউনিয়নের পূর্ব বাইসপুকুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে রতন ইসলাম (২৭), মানিক মিয়ার ছেলে জুয়েল ইসলাম (২৩), এবং জুয়েল ইসলামের স্ত্রী মুশফিকা বেগম (২৩)।
আহতদের মধ্যে নাজমুল হক জুয়েল ইসলাম ও মুশফিকা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত