হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধি
"জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী। মেলায় স্কুল ও কলেজ পর্যায়ে দুই ক্যাটাগরীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীরা বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প সমুহ প্রদর্শন করেন। উদ্বোধনের পরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শুরুতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. শাহীন, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান কোয়েল সিকদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো: কামাল হোসেন খান। এছাড়া এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ হতে আগত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত