মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জানুয়ারি রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গফরগাঁও সরকারি কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে কলেজ পর্যায়ে তরুন শিক্ষার্থীদের অংশগ্রহণে "ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় গফরগাঁও মহিলা কলেজ এবং রানার্স আপ হয়েছে গফরগাঁও সরকারি কলেজ। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় গফরগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী এশা তানহা।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গফরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল হুদা ও প্রভাষক মোঃ রফিকুল ইসলাম এবং গফরগাঁও মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব ও প্রভাষক সাব্বির কামাল।
বিতর্ক প্রতিযোগিতায় সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত