নক্ষত্রের কাছে নাম জেনে একদিন তার কাছে যাবো
যে মেয়েটি সহযাত্রী হয়ে বসেছিল মুখোমুখি
বারবার দৃষ্টিতে উত্তাপ এসে
মনের কপাটে লিখেছিলো একখানি নতুন পৃথিবীর ঠিকানা
তার হাজারো কাব্যময় মুখ দেখে
খুব সহজেই উচ্চারিত হয়েছিল
ছায়া ও ঝর্ণার নাম
একখÐ জীবনের নাম
একটি নদীর নাম
কোন এক মোরগ ভোরের আলোর কাছে
অথবা তার গানের পাখির কাছে
হৃদকষ্টগুলো জমা রেখে
স্বাতী তারার কাছে ঠিকানা নিয়ে
আমি সেই সোনার মেয়েটির কাছে যাবো।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত