বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩ হাজার ছয়শত সত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ রুনা বেগম (৩৭) নামের এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ কসবা সীমান্তবর্তী এলাকার কাজিয়াতলী বিওপির টহলদল তাকে আটক করেন। আটক হওয়া ওই নারী ইয়াবা ব্যবসায়ী মোছাঃ রুনা বেগম কসবা উপজেলার ধজনগর গ্রামের মৃত মোঃ রোসেন আলীর স্ত্রী।
আটকের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, এক গোপন সংবাদে কাজিয়াতলী বিওপির সদস্যরা উপজেলার গোসাইপুর নামক স্থান হতে মোছাঃ রুনা বেগমকে ৩,৬৭০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। পরে রুনা বেগমের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক কসবা থানায় সোপর্দ করা হইয়াছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত