বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ওলীয়ে কামেল হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ শাহ্পীর কল্লা শহীদ (র.) মাজার শরীফ কমিটির কাজী বাড়ির সদস্য পদে উপ- নির্বাচনে কাজী রুপম খাদেম নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরস্থ মাজার কমপ্লেক্স এলাকায় শুক্রবার বিকালে ভোট গ্রহণ শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটি সদস্য পদের জন্য দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। কাজী বাড়ি/পাড়ার ৭২ জন ভোটার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন করেন। এক উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কাজী রুপম খাদেম দেয়াল ঘড়ি প্রতীকে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। গতবছরের ৯ মার্চ কমিটির সদস্য কাজী নাসির উদ্দিন খাদেম লিটনের আকষ্মিক মৃত্যুতে আসনটি শূণ্য হয়।
এদিকে, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে দেশ-বিদেশে অবস্থানরত কাজী বাড়ি/পাড়ার ভোটাররা এলাকায় আসেন। লন্ডন, কানাডা ও ইটালী থেকে চারজন ভোটার বাড়িতে আসেন। সবার মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। এদের মধ্যে লন্ডন প্রবাসী কাজী রিপন খাদেম ও কানাডা প্রবাসী কাজী শামীম খাদেম বলেন, নির্বাচন উপলক্ষে বাড়িতে এসেছি। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে।
নব নির্বাচিত সদস্য কাজী রুপম খাদেম বলেন, বিপুল ভোটে আমাকে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি বলেন, একজন সদস্য পদে উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, খড়মপুর গ্রামের ৭টি পাড়া থেকে তিন জন করে নির্বাচিত ২১ সদস্য নিয়ে মাজার কমিটি গঠিত হয়। জেলা প্রশাসক পদাধিকার বলে এই কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার কমিটির সিনিয়র সহ সভাপতি।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত