মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ২১কেজি২০০গ্রাম গাঁজা সহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব ১৪ সিপিএসসি, ময়মনসিংহ।
র্যাব ১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মুলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায়,র্যাব-১৪,সিপি এসসি, ময়মনসিংহের একটি অভিযানিক দল ২৫জানুয়ারি শনিবার ভোর ৪.১০ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন মসিক সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডস্হ ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ রেল ক্রসিংয়ের পূর্ব পাশে জৈনেকমোর্শেদের মুর্শিদের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করে ১/মোঃচান মিয়া(৬০),পিতা মৃত ইদ্রিস আলী, সাং রামপুর পূর্ব পাড়া২/খাইরুল ইসলাম ওরফে রতন ,( ১৯)পিতা রমজান আলী, মধ্যপাড়া সাংরামপুর,উভয় থানা নকলা, জেলা শেরপুরদ্বয়কে২১কেজি২০০গ্রামগাজা সহ গ্রেপ্তার করা। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাজার আনুমানিক বাজার মূল্য ৩,১৮,০০০/টাকা ।এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের পূর্বক আসামীদ্বয় ও আলামত হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত