বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এই প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের ফসলের মাঠে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এ. এইচ. মামুন, ইউপি সদস্য মো: আলমগীর হোসেন, কৃষক আলমগীর মিয়া, সাংবাদিক মো: ফজলে রাব্বি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মো: আব্দুল বাতেন প্রমুখ।
পরে ফসলের মাঠে কৃষকসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এ পদ্ধতিতে ধান আবাদ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ধাতুরপহেলা গ্রামে ১৫০ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে। এতে কৃষকের সময়, শ্রম এবং খরচ কম হবে বলে জানান কর্মকর্তারা।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, সমলয় চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের উৎপাদন খরচ কমানো, শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় সম্ভব হবে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত