বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
৩৬ ফুট উচ্চতার বীণার আদলে মন্দির দেখতে ভিড় জমেছে দর্শনার্থীদের। সরস্বতী পুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মন্দির নির্মাণ করা হয়েছে।
সোমবার সকালে ওই মন্দিরে দেবির পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শত শত ভক্ত পুষ্পাঞ্জলি দেন। এ সময় ভক্তরা মায়ের কাছে বিদ্যা বুদ্ধি দানের প্রার্থণা করেন।
পুজা উপলক্ষে আয়োজন করা হয় সবজি উৎসবের। প্রদর্শণ শেষে দর্শনার্থীদের মাঝে ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়াসহ ১৫ ধরণের সবজি বিতরণ করা হয়। দেওয়া হয় ফল। এছাড়া ৫০ জন দরিদ্রকে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও কথা রয়েছে।
আয়োজকরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে বীণার আদলে মন্দির ও কৃত্রিম বাগান তৈরির কাজ করা হয়। বীণার আদলে মন্দিরের পাশাপাশি প্রবেশমুখে একটি নান্দনিক বাগান তৈরি করা হয়। কুমিল্লার লাকসাম উপজেলা থেকে কারিগররা এসে বীণা তৈরির কাজ করছেন।
স্থানীয়রা জানান, সরস্বতী পুজা উপলক্ষে অরুণ সংঘ নামে একটি সংগঠন প্রতি বছরই ব্যতিক্রম আয়োজন করে। পাঠাগারের আদলে মন্দির, সংসদ ভবন, যমুনা সেতুর অবয়ব গড়ে তুলে সংগঠনটি সারাদেশেই সাড়া ফেলে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত