বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি আল মাহমুদ স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে। বাংলা সাহিত্যের আধুনিক এ কবির মৃত্যুবার্ষিকি উপলক্ষে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এ স্মরণ উৎসবের আয়োজন করেছে। উৎসবের শেষ দিনে বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ‘সোনালী কাবিন পদক’ দেওয়া হবে।
এ উপলক্ষে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারন সম্পাদক মো. সাদেকুর রহমান, পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন হোসাইন জিহাদ প্রমুখ। এ সময় জাননো হয়, কবির স্মৃতি বিজড়িত নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে স্মরণ উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রকাশক : নাদিম হোসেন তালুকদার, প্রধান সম্পাদক: আলমগীর হোসেন তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক : মোহনা চৌধুরী পিয়া, উপদেষ্টা: মোস্তফা সরোয়ার, আইন উপদেষ্টা :অ্যাডভোকেট তোহা, নির্বাহীসম্পাদক: মোহাম্মদ হবে হাফেজ মাওলানা আব্দুর রহমান, ফোন নাম্বার : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟒𝟑𝟏𝟏𝟔𝟑, প্রধান কার্যালয় : ৩ নং চিড়িয়াখানা রোড, নিউ সি ব্লক, মিরপুর-১ ঢাকা ১২১৬
E-mail : dainikbbckhobor.com@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত